ঢাকা ৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
এসএম স্বপন,বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ২৭৭ বোতল ফেনসিডিল, শাড়ী, থ্রি-পিচ, জুতা, তেল, শার্টের কাপড় সহ শফিকুল ইসলাম (৩৫) নামে এক চোরাচালানিকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারী) সকালে বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে এসব পণ্য সহ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক শফিকুল যশোর পুলেরহাট এলাকার কৃষ্ণমাটি গ্রামের হাবিবুর রহমানপর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শাহিন ফরহাদের নেতৃত্বে নারানপুর গ্রামের একটি মেহগনি বাগানের ভিতর থেকে ভারতীয় ২৭৭ বোতল ফেনসিডিল ,শাড়ী, থ্রি-পিচ, জুতা, তেল, শার্টের কাপড়, সাবানসহ তাকে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল ও ভারতীয় অন্যান্য পণ্য সহ শফিকুলের নামে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST