লালপুরে শেখ হাসিনার বিচার দাবিতে বিএনপির দুই গ্রুপের অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৪

লালপুরে শেখ হাসিনার বিচার দাবিতে বিএনপির দুই গ্রুপের অবস্থান কর্মসূচি পালন

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে লালপুরের বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর অনুসারীদের পালিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক সাজেদুল ইসলাম হলুদ, অধ্যাপক আমিনুল ইসলাম টমি, ইউপি সদস্য রাশেদুল ইসলাম, জাফর ইকবাল, আবুল কালাম, বাচ্চু আলী, ডলার,হযরত আলী, ডাবলু আলী প্রমূখ।

অন্য দিকে লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার আরশাদ রহমান রাজনের অনুসারীরাদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর থানা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, লালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সহ-সভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ইকবাল হোসেন বাবলু, ইসাহক আলী, সাবেক ইউপি সদস্য মহব্বত আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, শহিদুল ইসলাম,  বাপ্পি, আব্দুল বারি প্রমূখ। কর্মসূচি থেকে বক্তারা ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest