মির্জাগঞ্জে ধান বোঝাই ট্রলারের ধাক্কায় সেঁতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আহত-২

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

মির্জাগঞ্জে ধান বোঝাই ট্রলারের ধাক্কায় সেঁতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আহত-২

কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ধান বোঝাই একটি ট্রলারের ধাক্কায় বেড়েরধন নদীর ওপর থাকা একটি সংযোগ সেতু ভেঙ্গে পড়েছে। সেঁতুটি ভেঙ্গে ট্রলারের ওপর পড়লে ধান বোঝাই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের চালক মো.মনির হোসেন (৪০) ও শ্রমিক মো.হাফেজ (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় চিকিৎসক তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১১টার দিকে মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ডোমরাবাদ গ্রাম এলাকার বেড়েরধন নদীতে । ট্রলারের চালক মো. কামাল হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা থেকে এমভি সেজান নামে একটি ট্রলার (স্টীল বডি) ১হাজার ৭’শ বস্তা ধান বোঝাই করে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে,মঙ্গলবার রাত ১১টার দিকে মির্জাগঞ্জ উপজেলার বেড়েরধন নদী অতিক্রমকালে ঐ সেঁতুটিতে ধাক্কা দেয়। এ সময় বিকট শব্দে সেঁতুটি ট্রলারের ওপর ভেঙ্গে পড়লে ধান বোঝাই ট্রলারটি ডুবে যায় এবং ট্রলারে থাকা চালক মো.মনির হোসেন ও শ্রমিক মো.হাফেজ আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেঁতুটি ভেঙ্গে পড়ায় মির্জাগঞ্জ উপজেলার সাথে পাশর্^বর্তী বরগুনা জেলার বেতাগী উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দূর্ঘটনার পর ঐ রাতে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় ১০৫বস্তা ধান অক্ষত অবস্থায় উদ্ধার হলেও দেড় সহস্রাধিক বস্তা ধান সহ ট্রলারটি পানিতে ডুবে আছে। বুধবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত নদী থেকে ধান বোঝাই ট্রলার এবং ধানের বস্তা উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে সেতু ভেঙ্গে পড়ায় দুর্ভোগে পড়েছে দুই পাড়ের সহ¯্রাধিক গ্রামবাসীসহ কোমলমতি শিক্ষার্থীরা। নদীর মাঝে ভাঙ্গা সেঁতুটি পরে থাকায় নদীতে নৌযান চলাচলও চরমভাবে ব্যাহত হচ্ছে। নদী থেকে দ্রæত ট্রলারটি উদ্ধার করে এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা মো.কামাল সিকদার বলেন,এ সেতুটি নির্মানের পর কোন সংস্কার না করার ফলে দীর্ঘদিন যাবত ঝুঁকি নিয়ে স্থানীয় লোকজন চলাচল করছিল,ধান বোঝাই ট্রলারের ধাক্কায় মঙ্গলবার রাতে সেতুটি ভেঙ্গে পড়ায় দুই উপজেলার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা এখন নৌকা। নদী থেকে দ্রæত ট্রলারটি উদ্ধার করে এখানে একটি সেতু নির্মান করলে মানুষের দূর্ভোগ কমবে। আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মো.সুলতান আহমেদ বলেন,রাঙ্গাবালী থেকে ১৭শ’ বস্তা ধান নিয়ে আসা একটি ট্রলারের ধাক্কায় সেতুঁটি ভেঙ্গে পড়েছে। তবে সেতুটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ ছিল। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.সরোয়ার হোসেন গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,ধানবোঝাই ট্রলারের ধাক্কায় সেঁতুটি ভেঙ্গে পড়েছে। যত দ্রæত সম্ভব পানির নীচে নিমজ্জিত ধান ও ট্রলারটি উদ্ধার করে যোগাযোগ স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেয়া হয়েছে।##


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest