পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে রাজগঞ্জে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে রাজগঞ্জে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ

 উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর): আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে হতদরিদ্র অসহায় ও শীতার্তদের মাঝে পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারাস্থ (তেল পাম্পের সামনে) বুধবার (২২ জানুয়ারি) বিকালে এ কম্বল বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজগঞ্জ শাখার ব্যাবস্থাপক (ভারপ্রাপ্ত) সুব্রত কুমার সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ চন্দ্র কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পল্লী মঙ্গল কর্মসূচীর যশোরের এরিয়া ম্যানেজার সামাউল হোসেন। আরও উপস্থিত ছিলেন, রাজগঞ্জ শাখার একাউন্ট অফিসার মো. শাহা আলম, ফিল্ড অফিসার মো. নাসির উদ্দিন, মো. শাকিল আহমেদ, মো. নজরুল ইসলাম, সুনীত শিকদার, অমৃত কুমার সুত্রধর প্রমুখ। ২০১৮ সালের নভেম্বরে এনজিওর এই শাখা যাত্রা শুরু করে। বর্তমানে শাখায় প্রাই ১০০০ জন সদস্য রয়েছে। ঋন বিতরণ কার্যক্রম ছাড়াও এনজিওটি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে পরিচালনা করছে। উল্লেখ্য, এ এনজিও থেকে ১০০শ’ জনকে শীতের বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest