ঝালকাঠির নলছিটিতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৪

ঝালকাঠির নলছিটিতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নলছিটি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে ‘বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায়  নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. রবিউল হোসেন তুহিন।

উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহিন এর সভাপতিত্বে এ বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট আনিচুর রহমান খান, যুগ্ন আহবায়ক আনিচুর রহমান খান পান্নু, যুগ্ন আহবায়ক মো. এনামুল হক সাজু, যুগ্ন আহবায়ক সেলিম হাচান খান, যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবদলের  সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম লাভলু।

এছাড়া আরও বক্তব্য রাখেন যুগ্ন-আহবায়ক জিয়াউল কবির মিঠু, যুগ্ম আহবায়ক রেদোয়ান হক, শহর যুবদলের আহবায়ক রুস্তম শরীফ,সিনিয়র যুগ্ন আহবায়ক বশির তালুকদার, যুগ্ম আহবায়ক বায়েজিদ জোমাদ্দার, সদস্য সচিব সালাউদ্দিন রাজন প্রমুখ।

মতবিনিময় সভায় এনামুল হক সাজু বলেন, শেখ হাসিনা তার শাসনামলে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের বাড়ি ছাড়া করেছিল। অনেক নেতাকর্মীদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের জুলুমের বিরুদ্ধে রাস্তায় নামলে হামলা-মামলার শিকার হতে হয়েছে। শেখ হাসিনার পতনের পর দেশে রাজনৈতিক দলগুলোর মতপ্রকাশের স্বাধীনতা পেয়েছে। আগামীতে জনসমর্থন নিয়ে যুবদল মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীরা।


alokito tv

Pin It on Pinterest