বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকেই নতুন ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে পবপ্রবিতে মানববন্ধন

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকেই নতুন ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে পবপ্রবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকেই নতুন ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানব বন্ধনে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বশার খান, সিএসই অনুষদের শিক্ষক প্রফেসর ড. খোকন হোসেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এবিএম সাইফুল, কৃষি সম্প্রসারন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ ইখতিয়ারউদ্দিন, ডেপুটি রেজিষ্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম, মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সোহেল রানা জনি প্রমুখ। বক্তারা বলেন, বাহির থেকে ভিসি আসলে ক্যাম্পাসের ভেতরে অন্ত: কোন্দল বাড়িয়ে তোলে, বুঝতে বুঝতে সময়ক্ষেপণ করে , সুবিধাভোগীদের দৌরাত্ম্য বেড়ে যায়, বাহিরের রাজনৈতিক চাপ সামলাতে অবৈধ নিয়োগ ও দূর্নীতিতে জড়িয়ে পড়ে, ভেতরের সমস্যা দিন দিন বাড়িয়ে বেতন বন্ধের উপক্রম করে এবং ফ্যাসিস্ট সরকারের দোসর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধী ও বিভিন্ন সরকারের আমলে সুবিধাভোগী শিক্ষক ব্যতীত শিক্ষকদের মধ্য থেকে ভেতর থেকে ভিসি চাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে যেকোন একজন যোগ্য শিক্ষককে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest