দুমকিতে ওলামা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

দুমকিতে ওলামা সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : দুমকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আংগারিয়া ইউনিয়নের শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার ঝাটরা হাসানিয়া দ্বিমুখী ফাজিল মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আংগারিয়া ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী, সভাপতি, ছগির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ পটুয়াখালী জেলা শাখার নায়েবে আমির মাওলানা আঃ সালাম।

ইউনিয়ন ওলামা মাশায়েখ শাখার সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে প্রোগ্রামের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মাও মোঃ হামিম, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জালাল উদ্দীন খান,নায়েবে আমির মাওলানা আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, আরও বক্তব্য রাখেন মাওলানা ইসরায়েল, মাওলানা জাকারিয়া, মাওলানা আব্দুস ছালাম তালুকদার, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুফতি আল-আমীন, মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের পটুয়াখালী শহর শাখার বায়তুলমাল সম্পাদক মোঃ আমির হোসেন ও দুমকি উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ মাসুদ রানা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest