ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : কয়েকদিন শীত কিছুটা কম থাকলেও গত সপ্তাহ থেকে শীতের প্রকোপ বেড়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সহ বেশ কিছু এলাকায়। দিনের বেলা নিয়মিত সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় সূর্যের তাপ হার মেনে গেছে। প্রতিদিন সকাল ৮ পরে সূর্যের দেখা মিললেও দুপুর গড়িয়ে বিকেল ৪টা বাজলেই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। সেই সাথে জেঁকে বসছে তীব্র শীত। আর এই হাড় কাঁপানি শীতে সবচেয়ে বেশি বিপর্যয়ে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষ গুলো। শীতের তীব্রতায় কোন কাজই তারা ঠিক মত করতে পারছে না। সকাল, দুপুর, সন্ধা কিংবা রাত গ্রামের ওলিতে গলিতে সাধারণ মানুষ গুলো আগুন জালিয়ে শীত নিবারনের চেষ্ঠা করছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ (বৃহঃপতিবার) দিনাজপুর অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২১.৫ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ০৭.৪ ডিগ্রী সেলসিয়াস। রিক্সাচালক ধলা মিয়া বলেন, “শীতের জন্য বাড়িত থেকে বাহির হবার পাড়িচ্ছি না। কামাই করমো কেমনে আর সংসার চলবি কেমনে। চারটা কম্বল গায়েত দিলেও ঠান্ডা যায় না”। দিনমজুর সাজু মিয়া বলেন, তীব্র শীতে বাড়ি থেকে বের হতে পারছি না। শীতের কারণে সকাল কখন হয় আর সন্ধা কখন নামে কিছুই বুঝি না। আয় রোজগার না থাকায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। পেট তো আর গরম ঠান্ডা বোঝেনা। দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তোফাজ্জল হোসেন মুঠোফোনে জানান, দিনাজপুরে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং মৃদু থেকে মাঝারী শৈত প্রবাহ বয়ে যাবে। সেই সাথে মাঝরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST