পাওয়ারম্যান মালয়েশিয়া-২০২৫” এর ২০তম আসরে অংশ গ্রহন করবে বাংলাদেশের অন্যতম সুপরিচিত সাইক্লিস্ট প্রভাত চৌধুরী।

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

পাওয়ারম্যান মালয়েশিয়া-২০২৫” এর ২০তম আসরে অংশ গ্রহন করবে বাংলাদেশের অন্যতম সুপরিচিত সাইক্লিস্ট প্রভাত চৌধুরী।

মো: শাহ আলম
বিশেষ প্রতিবেদক, ঢাকা।

“পাওয়ারম্যান মালয়েশিয়া” ইভেন্ট একটি ডুয়াথলন রেস। বিশ্বে ডুয়াথলনের (রানিং, সাইক্লিং এবং রানিং) অন্যতম সবচেয়ে বড় আসর পাওয়ারম্যান মালয়েশিয়া। “পাওয়ারম্যান মালয়েশিয়া-২০২৫” এর ২০তম আসর অনুষ্ঠিত হবে এই বছর। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবে বাংলাদেশের অন্যতম সুপরিচিত সাইক্লিস্ট প্রভাত চৌধুরী।

পাওয়ারম্যান মালয়েশিয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই ইভেন্টটি আগামী ২০-২২ জুন ২০২৫ মালয়েশিয়ার পুত্রজায়াতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশে অপ্রচলিত এই গেমসে বাংলাদেশিদের অংশগ্রহণ তুলনামূলক কম, তবে ‍পুরো বিশ্ব থেকে এই ডুয়াথলন রেসে অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ করে থাকে।

এই প্রতিযোগিতার ক্লাসিক ওপেন ক্যাটাগরিতে (প্রথমে ১০ কিলোমিটার দৌড়,এরপর ৬০ কিলোমিটার সাইক্লিং এবং পরে আবার ১০ কিলোমিটার দৌড় দিয়ে শেষ) অংশগ্রহণ করবে প্রভাত চৌধুরী। তবে ধারনা করা হচ্ছে এ বছর বাংলাদেশ থেকে মোট ১৬ জন প্রতিযোগী এই আসরটিতে অংশ নিবে।

সুস্থ জীবন ধারণের জন্য প্রায় ১ যুগ আগে সাইক্লিং শুরু করেছিলেন প্রভাত চৌধুরী। ১ যুগ পর বর্তমানে তার সাইক্লিং যাত্রা পার করেছে ১ লাখ ২৮ হাজারেরও বেশি কিলোমিটার পথ। প্রভাতের এ অর্জন ট্র্যাকিংয়ের মাধ্যমে রেকর্ড করেছে প্রফেশনাল অ্যাথলেট অ্যাপ স্ট্রাভা। বাংলাদেশি অ্যাথলেটদের মধ্যে প্রভাত চৌধুরীই প্রথম যিনি স্ট্রাভাতে প্রথম বাংলাদেশি হিসাবে ১ লাখ কিলোমিটারের মাইলফলক স্পর্শ করেছে। ২০২৪ এর জরিপ অনুযায়ী বিশ্বের ৬৮,৫৫২ জন অ্যাথলেটদের মধ্যে প্রভাত চৌধুরী ই একমাত্র বাংলাদেশী যার অবস্থান টপ ১০০০ জনের মধ্যে (৮৫৬ তম অবস্থান)।

প্রভাত চৌধুরী আলোকিত সময় কে বলেন, এই পর্যন্ত দেশে অনুষ্ঠিত ডুয়াথলন রেসে অংশগ্রহণ করেছে ৩ বার। যার দুটিতে রানার্সআপ সহ একটিতে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া সাইক্লিং এ এই পর্যন্ত ২৬ টি ইভেন্টে অংশগ্রহণ করেছে। রানার্স আপ ও চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও অংশগ্রহণ করেছে। প্রভাত চৌধুরী এরই মধ্যে তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অংশগ্রহণ করেছে। প্রথমটি হলো ২০১৬ সালে বিডিসাইক্লিস্টস এর ১১৮৬ জন সাইক্লিস্ট এক লাইনে সাইক্লিং করে দীর্ঘ পথ অতিক্রম করা। দ্বিতীয়টি হলো ২০২১ সালে ওয়ার্ল্ডওয়াইড রানারদের সাথে ১০ কিলোমিটার ভার্চুয়াল রানে অংশগ্রহণ করে। সর্বশেষ ২০২১ সালে টিমবিডিসির সাথে মাত্র ৪৮ ঘণ্টায় ১ হাজার ৬৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে ওয়ার্ল্ড রেকর্ডে একজন পেসার হিসেবে অংশগ্রহণ করেছে। প্রভাত চৌধুরী এই পর্যন্ত ১৯ টি রানিং ইভেন্টে অংশগ্রহণ করে সফল ভাবে শেষ করেছে। একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছেন। সর্বশেষ শমশেরনগর আল্ট্রা ম্যারাথন ২০২৪ এ ৫০ কিলোমিটার ক্যাটাগরিতে ৪ ঘন্টা ২৭ মিনিটে ফিনিশিং লাইন ক্রস করে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

২০২২ সালে প্রভাত চৌধুরী নিয়েছিলেন নতুন এক চ্যালেঞ্জ। পরিবেশ দূষণের বিরুদ্ধে এক অভিনব উদ্যোগ নিয়ে সাইক্লিং করে পাড়ি দিয়েছিলেন তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত। ৯ দিনে ১০০০ হাজার কিলোমিটার সাইকেল চালানোর পাশাপাশি পরিবেশ দূষণ রোধে সচেতনতা তৈরির প্রচারণা চালানো ছিলো এ যাত্রার লক্ষ্য। বাংলাদেশ ন্যাশনাল সাইক্লিং কম্পিটিশনেও কয়েকবার অংশ নিয়ে প্রফেশনাল প্লেয়ারদের সাথে প্রতিযোগিতা করে কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করেছে। তিনি বাংলাদেশের অন্যতম প্রধান সাইক্লিং কমিউনিটি “বিডিসাইক্লিস্টস” এ একজন স্বেচ্ছাসেবক হিসেবে আছেন এবং তিনি প্রতিনিয়ত দেশের আপামর জনসাধারণকে সাইক্লিং এ উৎবুদ্ধ করে যাচ্ছেন।

প্রভাত চৌধুরী আলোকিত সময় কে আরো জানান, বিদেশের মাটিতে ইভেন্টগুলোতে বাংলাদেশিদের অংশগ্রহণ তুলনামূলক কম। কারণ হিসাবে প্রভাত চৌধুরী বলেন সরকারি বা বেসরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা নেই বললেই চলে।

“পাওয়ারম্যান মালয়েশিয়া-২০২৫” ইভেন্টে অংশগ্রহণ করতে ইভেন্ট রেজিস্ট্রেশন ফী, প্লেন যাতায়াত ভাড়া, রেসের জন্য অনুসংগিক জিনিসপত্র কিনা, রেসের আগে সেখানে থাকা-খাওয়া ইত্যাদি সব মিলিয়ে ১.৫ লক্ষ থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। এই বৃহৎ অঙ্কের খরচ বহন করা একজন চাকরিজীবী হিসাবে প্রভাত চৌধুরীর জন্য প্রায় দুস্কর। সরকারি কিংবা বেসরকারি কোন প্রতিষ্ঠান এগিয়ে আসলে এই ইভেন্টে অংশগ্রহণ করা তার জন্য সহজ হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest