নলছিটিতে ইসলামি ছাত্র আন্দোলনের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

নলছিটিতে ইসলামি ছাত্র আন্দোলনের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

“ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই কার্যকর পন্থা” এই স্লোগানকে সামনে রেখে নলছিটির সুবিদপুর ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলনের আয়োজনে ইউনিয়ন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৯টায় তালতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন সুবিদপুর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ শিপন আল ফারাবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী, ছাত্র আন্দোলনের নলছিটি উপজেলা শাখার সভাপতি হাফেজ মো. আবু মুসা সরদার, ইসলামী আন্দোলন সুবিদপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ গোলাম মাওলা, ঝালকাঠি জেলা ইসলামী আন্দোলনের দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা মনিরুজ্জামান, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ অলিউল্লাহ বায়েজীদ এবং শ্রমিক আন্দোলন সুবিদপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আবুল কালাম খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল জিহাদী বলেন, “ইসলাম ছাড়া কোনো রাজনীতির মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই শান্তির পতাকার তলে সবাইকে যুক্ত হয়ে রাজনীতি করার আহ্বান জানান তিনি।

এসময় ইসলামী ছাত্র আন্দোলন সুবিদপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষনা ও শপথ বাক্য পাঠ করানো হয়। এছাড়াও বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত সাবেক সভাপতিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest