মুক্তিযোদ্ধাদের সম্মানে নলছিটিতে ছাত্রলীগ নেতা রুশাদের নেতেৃত্বে র‍্যালি

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৪

মুক্তিযোদ্ধাদের সম্মানে নলছিটিতে ছাত্রলীগ নেতা রুশাদের নেতেৃত্বে র‍্যালি

নলছিটি প্রতিনিধি , ৪ ফেব্রুয়ারি ২০২৪:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। আয়োজক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের ৮ নম্বর ওয়ার্ড, নলছিটি উপজেলার যুগ্ম-আহ্বায়ক মো. রুশাদ হোসেন।

তিনি বলেন,
“২১ ফেব্রুয়ারি আমাদের জন্য একটি গৌরবের দিন। আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, ঠিক তেমনি মুক্তিযোদ্ধারাও দেশের জন্য লড়েছেন। তাই নতুন প্রজন্মের উচিত তাদের প্রকৃত মূল্য ও অবদানকে জানা।”

এই ছোট পদে থেকেও রুশাদ হোসেন যে বিশাল আয়োজন করেছেন, তা বরিশাল জেলাজুড়ে আলোচনার জন্ম দেয়। র‍্যালিতে বিভিন্ন স্তরের মানুষ ও ছাত্রনেতারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন,
“এই বয়সে এত বড় র‍্যালির আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা মুগ্ধ। আশা করি, রুশাদ ভবিষ্যতে জাতীয় নেতৃত্বে আসবে।”

এই আয়োজনটি শুধু একটি র‍্যালি নয়—এটি ছিল ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার এক শক্তিশালী প্রয়াস।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest