ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার সরর্দার পাড়া এলাকায় ট্রাকের চাপায় অাশারু (৪০) নামে এক বাইকেল অারোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে বোদা উপজেলার সরর্দার পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রাতে পঞ্চগড় থেকে একটি ট্রাক দেবীগঞ্জে যাওয়ার সময় রাস্তার পাশ যাওয়া বাইকেল অারোহীকে চাপা দেয়। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের খবর দেয়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল গিয়ে বাইকেল অারোহীকে গুরুত্বর অাহত অবস্থায় উদ্ধার করে বোদা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অাশারুকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক বাইকেল অারোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST