পবায় অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

পবায় অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহীর পবায় “ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ” বিষয়ক দু’দিনব্যাপী সেমিনারের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৯টা থেকে পবা উপজেলায় অবস্থিত আশ্রয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুস সোবহান। প্রধান বক্তা ছিলেন, পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী আলী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. এএইচএম জেহাদুল করিম, রাবির সাবেক ভিসি ড. মুহাম্মদ মিজান উদ্দিন, রাবির সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. কাজী তোবারক হোসাইন, ঢাবির নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জাহিদুল ইসলাম, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মনিরুল ইসলাম খান, রাবির মনোবিজ্ঞান বিভাে খলীকুজ্জামান আহমদ। অতিথি ছিলেন, বান্দরবন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইমাম গর প্রফেসর ড. মো. ইলিয়াস হোসাইন, শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর একেএম মাজহারুল ইসলাম, রাবির নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ, রাবির নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ড. বখতিয়ার আহমেদ ও নাজমুল এইচ খান প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন, ড. আহসান আলী। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest