বীরগঞ্জে জামায়াতের নেতারা জাল দলিল তৈরি করে সংখ্যালঘুর জমি দখল ও ঘর-বাড়ি নির্মাণ

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

বীরগঞ্জে জামায়াতের নেতারা জাল দলিল তৈরি করে সংখ্যালঘুর জমি দখল ও ঘর-বাড়ি নির্মাণ

 সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি: অভিযোগ সূত্রে প্রকাশ, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বিনয় চন্দ্র রায়ের ছেলে পদ্ম চন্দ্র রায় লিখিত অভিযোগ জানান, জাল বা ভূয়া দলিল তৈরি করে একই গ্রামের জামায়াতের নেতারা, ভূমিদস্যু, জুলুমবাজ, অত্যাচারী ও স্বাধীনতা বিরোধীরা যথাক্রমে মৃত মজির উদ্দিনের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মাসুদ রানা, মোঃ মকবুল হোসেন, খতিব উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম, তমিজ উদ্দিনের ছেলে আজাহার আলী ও আফছার আলী বোয়ালমারী মৌজার ৩১০ দাগে ৫ শতাংশ, ৩১১ দাগে ৫ শতাংশ, ৩৪১ দাগে ৮ শতাংশ এবং ৩১৭ দাগে সাড়ে ৭ শতাংশ জমি সহ মোট সাড়ে ২৫ শতাংশ জমি সম্প্রতি দখল করে ঘর-বাড়ী নির্মাণ ও বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেছেন। এব্যাপারে এস,এ রেকর্ডীয় মালিক সূত্রে নাতি পদ্ম চন্দ্র রায় গত ১১/০১/২০২০ইং তারিখে সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যান জাল দলিল তৈরিকারী জামায়াতের নেতাদের গত ১২/০১/২০২০ইং তারিখ সালিশে ডাকলে তারা সালিশে বসে এবং সালিশের মাধ্যমে লিখিত ভাবে জামায়াতের নেতারা মুচলেখা দিয়ে বলে যে তারা আর কখনও জমির মালিক দাবি করবে না এবং জমিতে অবৈধভাবে পুনরায় জবরদখলে যাবে না। কিন্তু তারপরও রাতের অন্ধকারে আবারও উক্ত জমির উপর অবৈধভাবে জবরদখল করে ঘর-বাড়ি নির্মাণ করলে ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় ঘটনা জানতে পেরে শুক্রবার রাতে গ্রাম পুলিশকে উক্ত ঘটনাস্থলে পাঠান এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে গ্রাম পুলিশরা অবস্থান করছেন। সংখ্যালঘু পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এব্যাপারে ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার জেলা পুলিশ সুপারে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest