২৫ দিনে বাংলাদেশের ১৪ জন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

২৫ দিনে বাংলাদেশের ১৪ জন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা

পরিমল চন্দ্র বসুনিয়া (হাতীবান্ধা উপজেলা) প্রতিনিধি: লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদে দই খাওয়া বিওপি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আজ শনিবার(২৫ জানুয়ারি)বিকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত করেন। উক্ত মতবিনিময় সভায় দইখাওয়া বিওপি কমান্ডার সভায় বলেন মাত্র ২৫ দিনের মধ্যে বাংলাদেশের ১৪ জন ব্যক্তি নির্মমভাবে হত্যা করেছে ইন্ডিয়ান সীমান্তরক্ষী (বিএসএফ)। আপনাদের সকলকে বলছি, কেউ জিরো লাইন বা সিমান্ত পিলারের ১৫০ গজ দূরে থাকবে না। রাত ১০ টার পর কাউকে বডার এলাকায় পেলে ধরিয়ে নিয়ে আসতে বাধ্য থাকিব। চোরাচালান ও মাদক ব্যবসা বন্ধ করে অন্য কিছু করার চেস্টা করেন। আপনার জীবনের মূল্য আছে আপনি না থাকলে আপনার পরিবারের কি হবে একটা বার চিন্তা করুন।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবেউ পস্থিত ছিলেন কোম্পানী কমান্ডার আব্দুল হক। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন,গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবুল কাসেম সাবু মিয়া। তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ বডারে কাছে যাবেন না। এবং কেউ গেলে নিষেধ করবেন কারণ ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) মরিয়া হয়ে উঠেছে। আপনাদের জীবনের মূল্য আপনারা সৎ পথে টাকা রোজগার করবেন। অসৎ ভাবে রোজগার করার দরকার নেই।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest