ঢাকা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর পার্বতিপুরে বর্ণমালা নিকেতন উচ্চ বিদ্যালয় ও কলেজে,নবীণ বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ,শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে হাবড়া ইউনিয়নের শহিদ হাট গ্রামে বিদ্যালয় চত্বরে এই নবীণ বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বর্ণমালা নিকেতন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ সুলতানুল ইসলাম। প্রতিষ্ঠানের দাতা সদস্য শামছুল ইসলাম এর সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,৮নং হাবড়া ইউপি চেয়ারম্যান প্রভাষক আনিসুজ্জামান আনিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাবড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সহকারী অধ্যাপক মো:আনোয়ার হোসেন,বর্ণমালা নিকেতন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশেকা পারভিন,সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,প্রভাষক জাহাঙ্গীর আলম সহকারী শিক্ষক মোহাম্মদ আলী,অভিভাবক সদস্য শিবলী,অভিভাবক সদস্য আনারুল হক। এমসয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতেই দেয়া অনুষ্ঠিত হয়। শেষে এক আকর্ষনীয় যাদু প্রদর্শীর আয়োজন করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST