ঢাকা ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
আবু রায়হান, জয়পুরহাটঃ মানসম্মত শিক্ষার জন্য স্কাউটিং-এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ৫৬৮তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন অনুষ্টিত হয়েছে। ২৭ জানুয়ারি রবিবার বিকেলে কালাই ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন প্রধান অতিথি হিসেবে উপজেলার সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষকদের নিয়ে ৫দিন ব্যাপী বেসিক কোর্সের উদ্বোধন করেন। পরে একই স্থানে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউট কালাই উপজেলার ব্যবস্থাপনায় কোর্স লিডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্র নাথ দাস। এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্কাউট সাধারণ-সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, জেলা স্কাউট সমন্বয়কারী নুরুজ্জামান হক, কালাই উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক আব্দুল মোমেন প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST