ঢাকা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
মোঃফিরোজ হোসেন নওগাঁ ঃ নওগাঁ সরকারি কলেজের এইচএসসি ’৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মিলন মেলার উদ্বোধন করেন ওই কলেজের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক এ এফ এম মাহফুজুর রহমান। এসময় কলেজর বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। গতকাল সকাল ১০ টায় কলেজ চত্তরে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন, বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় মিলন মেলার। এরপর ছিল দিনভর নানান অনুষ্ঠানমালা। আনন্দ র্যালি, স্মৃতিচারণ, নৃত্য পরিবেশন, সাংস্কৃতিক সন্ধ্যা। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন ’৮১আ মিলন মেলার আহবায়ক মাহমুদুল হক সোহেল। মিলন মেলাকে স্মরণীয় করে রাখতে স্মরণিকা ‘অপরাহ্নের আলোয়’ প্রকাশিত হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST