ঢাকা ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
পরিমল চন্দ্র বসুনিয়া,হাতীবান্ধা উপজেলা,প্রতিনিধি: বর্তমান সময়ে যানবাহনে সাদা এলইডি লাইট ব্যবহারের কারনে সড়ক দূর্ঘটনা বেড়েছে।এজন্য যানবাহনের সাদা এলইডি লাইটের এক-তৃতীয়াংশ কালো রংকরণের উদ্যোগ গ্রহন করেছে লালমনিরহাট হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউটস। আজ(২৮ জানুয়ারি)মঙ্গলবার ওই উপজেলার ১৫ টি স্থানে একযোগে যানবাহনের সাদা লাইটে এক তৃতীয়াংশ কালো রংকরণ কর্মসুচী পালিত হয়েছে। এ কর্মসুচীর সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান, মশিউর রহমান মামুন, ইউএনও সামিউল আমিন, এসিল্যান্ড শামীমা সুলতানা,হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক, এসএস সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল,শাহ গরিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিবর রহমান এবং উপজেলা স্কাউটস এর সম্পাদক মনজুর হোসেন মঞ্জু। কর্মসুচীতে স্কাউটসের সদস্যরা বিভিন্ন যানবাহন থামিয়ে সাদা লাইটে এক তৃতীয়াংশ কালো রং করে দিয়েছেন।এবং অনেক স্হানে ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে বিভিন্ন বিদ্যালের শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ গ্রহণ করে।এতে সড়ক দুর্ঘটনায় কিছুটা আশংকা কমবে বলে জানান স্হানীয় লোকজন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST