ঢাকা ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃপ্রতিনিয়ত বাজারে বেড়ে চলছে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় ক্রেতাদের চোখে মুখে দেখা গেছে হতাশার চিহ্ন। কোনভাবেই কমছে না এসব দ্রব্যের মূল্যের। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে প্রতিটি পণ্যের দাম। এতে দিশেহারা হয়ে পড়ছেন খেটে খাওয়া মানুষ গুলো। বাজার করতে গিয়ে চরম বেকায়দায় পড়ছেন দিনে আনে দিন খাওয়া লোকজন। বুধবার বরিশাল শহরের নতুন বাজার ঘুরে এ চিত্র লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিনে চাল, ডাল, আলু ও তৈলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম একটু বাড়লেও টানা কয়েক দিন স্থিতিশীল থাকার পর হঠাৎ করে আবার দাম বেড়েছে পেঁয়াজের। গত ২/৩ দিনের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে কেজিতে বেড়েছে ৩০-৫০ টাকা । ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় হঠাৎ করে আবার পেঁয়াজের দাম বেড়েছে। দেশীয় নতুন পেঁয়াজের সরবরাহ শুরু হওয়ায় কয়েক দিন ধরে পেঁয়াজের দাম কমতে শুরু করে। তবে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তারা মনে করেন নতুন দেশী পেঁয়াজ উঠতে শুরু করেছে আর এখনই যদি এতো দাম দিয়ে কিনতে হয় তাহলে সামনে কি হবে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা, রসুন ১৫০ টাকা, আদা ১৪০ টাকা আলু ২২টাকা। একই সাথে বেড়েছে কাঁচা বাজারের দাম। স্থানীয়রা জানান, কাঁচাবাজারের কোন তরকারীর দাম কেজি প্রতি ৫০/৬০ টাকার নিচে পাওয়া যায় না। যার ফলে খুব কঠিন সমস্যার মধ্যে পরতে হচ্ছে অল্প আয়ের মানুষের । এ বিষয়ে মোঃ মালেক নামের এক ব্যাবসায়ীর কাছে জানতে চাইলে তিনি জানান ১২৫ টাকা দরে পেঁয়াজ কিনে ১৩০ টাকা বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন আমরা যেমন কিনে আনি তেমনিভাবে বিক্রি করছি আমাদের কিছু করার নেই। তবে বাজার ঊর্ধ্বগতির জন্য বাজার মনিটরিং না হওয়াতে বাজারের ব্যবসায়ীরা কৃত্রিমভাবে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে বলে মনে করেন ক্রেতারা ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST