ধর্মকে নিয়ে রাজনীতি করার মানুষ আমাদের দেশে আছেঃ পঞ্চগড়ে রেলপথমন্ত্রী

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

মামুনুর রশীদ,পঞ্চগড় প্রতিনিধিঃ রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন জাতির জনক একসময় সারা জীবন জেল খানায় কাটিয়েছেন, যিনি এই দেশকে সৃষ্টি করেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন দেশ স্বাধীনের তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমরা গত ২১ বছরে অনেক পিছিয়ে গেছি আবার আমাদের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আসার পর আবার দেশ ঘুরে দাড়িয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর কি রকম অপপ্রচার ছিল চিন্তা করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ নাকি ইন্ডিয়া হয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নাকি মসজিদে নামাজ পড়া যাবে না, মসজিদে নাকি উলুধ্বনি শোনা যাবে কত রকম অপপ্রচার। এ ধরনের অপপ্রচার একসময় দেশকে বিভ্রান্ত করেছিল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত “উথনাথ” কমপ্লেক্সের উদ্বোধন কালে এ সব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন যাদের নিজেদের ভিটা-মাটি আছে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি গ্রামে-গ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে ৬৮ হাজার বাড়ি সরকারি খরচে করে দেয়া হবে। এই পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।

এক সময় কত অপবাদ ছিল এই আওয়ামী লীগের বিরুদ্ধে কারণ উদ্দেশ্য যাদের ভাল না তারা সবসময় অপপ্রচারের উপর নির্ভরশীল। আমাদের দেশে আছে সেই মানুষ যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, যারা বিভিন্ন রকম মিথ্যা কথা বলে, অপপ্রচার করে, সরকারের বিভিন্ন কর্মসূচী বিভিন্ন সফলতা এ গুলোকে হালকা করতে চায়। এ গুলোর দৃষ্টি অন্যদিকে নিতে চায়, বিশৃঙ্খলার চেস্টা করে, গোলমালের চেষ্টা করে। আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করে। তারা আজ জনগণ হতে দুরে। তারা হল চেতনাবাজ। তাই তাদের থেকে দুরে থাকুন।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা ( পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কার্যক্রম পরিচালনার জন্য মাল্টিপারপাস ফাউন্ডেশন সহ চারতলা বিশিষ্ট পাকা ভবন ১ম তলা “উথনাউ” কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্মৃতিসৌধের পাশে এ কমপ্লেক্সের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী এ্যাড.নুরুল ইসলাম সুজন।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে বোদা উপজেলা প্রশাসন পঞ্চগড় এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মো ইউসুফ আলী , বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, ময়দানদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান মো আব্দুল জব্বার, শিবচরণ মাল্টি সভাপতি আদিবাসী কল্যাণ সমিতি পঞ্চগড় সহ উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে রেলপথমন্ত্রী বোদা ফায়ার সার্ভিসের চত্বরে ফায়ার সার্ভিসের জন্য স্বরাষ্ট মন্ত্রনালয় হতে সরবরাহকৃত গাড়ীর চাবি বোদা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের হাতে হস্তান্তর করেন এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ফায়ারম্যানেরা উপস্থিত ছিলেন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় সরবরাহকৃত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য বরাদ্দকৃত একটি এম্বুল্যান্স এর চাবি হস্তান্তর করেন ড্রাইভারের হাতে। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ও স্বাচিপ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest