নাটোরের বড়াইগ্রামে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে একজন আটক

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরের বড়াইগ্রামে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে খুরশেদ নামে এক দিনমজুরকে আটক করেছে পুলিশ।বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তৌহিদুল ইসলাম জানিয়েছেন,গত সোমবার বনপাড়া পৌর এলাকার গুড়মশৈল মহল্লার দিনমজুর খুরশেদ প্রতিবেশীর ৮ বছরের শিশুকন্যাকে নিজ ঘরে ডেকে নিয়ে বিবস্ত্র করে।এতে ওই শিশু চিৎকার করলে ভয়ে খুরশেদ ওই শিশুর হাতে চকলেট খাওয়ার জন্য দশ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।খেলার ছলে শিশুটি বৃহস্পতিবার বিকালে ঘটনাটি তার মাকে বললে তারা বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত খুরশেদকে আটক করে বড়াইগ্রাম থানায় সোপর্দ করে।জিজ্ঞাসাবাদে খুরশেদ পুলিশের কাছে তার অপকর্মের কথা স্বীকার করে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest