ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়া ইউনিয়নের দুই গ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত রঞ্জয়পুর থেকে টাকামতি পর্যন্ত দুই গ্রামের জন সাধারণের স্বেচ্ছাশ্রমের ২ কিঃ মিঃ রাস্তাটির উদ্বোধন করা হয়েছে। এলাকাবাসী জানায়, রনজয়পুর গ্রামবাসী তাদের স্বেচ্ছাশ্রমে ও নিজস্ব অর্থায়নে প্রায় ২ কিঃ মিঃ কাচা রাস্তা নির্মান করেন। কিন্তু নির্মিত রাস্তার জমির মালিকদের সাথে রাস্তা নির্মানকে কেন্দ্র করে গ্রামবাসীর বিরোধ সৃষ্টি হয়। ফলে তারা স্থানীয় সংসদ সদস্য(দিনাজপুর-৬) মোঃ শিবলী সাদিকের সরনাপন্ন হন। শনিবার বেলা ১১টায় সংসদ সদস্য নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুইগ্রামের জনসাধারণদের নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেন এবং ফিতা কেটে রাস্তাটির উদ্বোধন করেন। পরে সংসদ সদস্য টাকামতি স্থানীয় মসজিদ পরিদর্শন করে মসজিদ উন্নয়নে ৭ লাখ টাকা অনুদান প্রদান করেন । এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ মোশারফ হোসেন, মোঃ আমিনুর হোসেন, মোঃ সাদেক আলী, যুগ্ন সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST