আদালতের আদেশ অমান্য করায় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

আদালতের আদেশ অমান্য করায় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জিএম রবিউল ইসলাম ও সমিতির প্রধান নির্বাচন কমিশনার হেদায়েত উল্লাহ কবিরের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করার দায়ে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন জয়পুরহাট আদালত। জয়পুরহাট আদালত সুত্রে জানা গেছে, জেলার পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পাঁচবিবি উপজেলা গ্রাহক সমিতির নির্বাচনে আদালতের স্থগিতাদেশ থাকার সত্বেও সমিতি কর্তৃপক্ষ আদেশ অমান্য করে গত ২৬ জানুয়ারী নির্বাচন করেছে। উক্ত নির্বাচনের ফলাফল ও কার্যকারিতা স্থগিত রাখার জন্য পাঁচবিবি উপজেলা পল্লী বিদ্যুৎ গ্রাহক সমিতির নির্বাচনে পরিচালক পদপ্রার্থী পাঁচবিবি এলাকার মাসুদ পারভেজ জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০১/২০২০। গত ৩০ জানুয়ারী বৃহস্পতিবার উক্ত মামলার শুনানী শেষে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম,এ,রব হাওলাদার জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জিএম রবিউল ইসলাম ও সমিতির প্রধান নির্বাচন কমিশনার হেদায়েত উল্লাহ কবিরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন এবং আদালত আগামী ৬ ফেব্রুয়ারী গ্রেফতারী প্রতিবেদন প্রাপ্তির দিন ধার্য করেন। জয়পুরহাট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবি (পিপি) এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল গ্রেফতারী পরোয়ানা জারীর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। উপরোক্ত বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন গ্রাহক সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জিএম রবিউল ইসলাম সমিতিতে বিভিন্ন প্রকার অনিয়ম ও দুর্নীতি করে আসছেন এবং এসব অনিয়মের বিরুদ্ধে কোন প্রতিবাদ করলে গ্রাহকদের বিভিন্ন প্রকার হয়রানি করা হয়। এমনকি মোবাইল কোর্টের মাধ্যমেও মিটার টেম্পারিংসহ নানা অভিযোগ এনে গ্রাহকদের হয়রানীসহ সংযোগ বিচ্ছিন্ন করা হয় তাই এসব কারণে কেউ মুখ খুলতে সাহস পাননা। আদালতের গ্রেফতারী পরোয়ানার বিষয়ে জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জিএম রবিউল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আদালতের রায় ব্যস্তবায়নের জন্য ইতিপূর্বের নির্বাচন বাতিল করেছি এবং আদালতের নির্দেশ অনুযায়ী এক মাসের মধ্যে পুনরায় নির্বাচনের জন্য ঢাকাস্থ ব্যারিষ্টারের সাথে পরামর্শ করে গত ২৬ জানুয়ারী নির্বাচন করা হয়েছে। তিনি আরও বলেন আদালতের আদেশের বিষয়ে যদিও কোন মন্তব্য করা নিষেধ তারপরও আমি মনে করছি এই রায় দেওয়া সঠিক হয়নি। আমাকে আত্মপক্ষ্য সমর্থনের একটি সুযোগ আদালত দিতে পারতেন। সমিতির নির্বাচন কমিশন আমাকে নির্বাচনের আয়োজন করতে বললে আমি আমার লোক দিয়ে সার্বিক ব্যবস্থা গ্রহন করেছি এখানে আমার দোষ কোথায়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest