বেরোবিতে জামালপুর জেলা ছাত্ৰকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

বেরোবিতে জামালপুর জেলা ছাত্ৰকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

 শিহাব মন্ডল,বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) জামালপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে প্রথমবারের মত নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১লা ফেব্রুয়ারি) দুপুরে একাডেমিক ভবন-৩ এ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সমিতির সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান ,সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো কাজী রেজুয়ান হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মন,রংপুর জেলা পোল্ট্রি খামার শিল্প মালিক সমিতির সহ সভাপতি মো সামসুজ্জামান খান,সাবেক সভাপতি শিশির দত্ত মিঠুন,সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির প্রমুখ । সভাপতি জিয়াউল হক বলেন,নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার জন্য প্রথম বারের মত আমাদের এই আয়োজন । যাদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান সফল হতো না ,তারা হলেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ও সম্মানিত অতিথি । এইজন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই । অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest