কাঠালিয়ায় চাচার পিটুনিতে ৩ মাস বয়সী ভাতিজী নিহত, পিতা-মাতাসহ আহত-৩

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

কাঠালিয়ায় চাচার পিটুনিতে ৩ মাস বয়সী ভাতিজী নিহত, পিতা-মাতাসহ আহত-৩

 মো. সাকিবুজ্জামান সবুর  ঝালকাঠি কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরের সংঘর্ষে আপন চাচা আফজাল হোসেনের লাঠির আঘাতে ৩ মাস বয়সী ভাতিজী শিশু জান্নাতি আক্তার নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা-মাতাসহ আরও ৩ জন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে উপজেলার তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল কালাম সিকদার ও মা তানিয়া বেগম ও মামা নবী হোসেন আহত হয়ে আমুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। নিহত জান্নাতির পিতা আবুল কালাম সিকদারের অভিযোগ, একই বাড়ির পৈত্রিক জমির নিয়ে সকালে আফজাল হোসেনসহ তার দলবলের সাথে কালাম সিকদারের মধ্যে সংঘর্ষ শুরু হলে জান্নাতির মা তানিয়া স্বামীকে রক্ষার জন্য এগিয়ে এলে লাঠির আঘাতে কোলে থাকা শিশু জান্নাতি ছিটকে পড়ে যায়। এ সময় চাচা আফজাল তাকে তুলে মাটিতে আছার মারে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করে। প্রতিপক্ষ নারগিস বেগম (জান্নাতির ফুফু) জানান, ভাই সাথে ভাইয়ের অনেক দিনের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলো। জান্নাতি আগে থেকেই অসুস্থ ছিলো। আমরা জান্নাতিকে ঘটনাস্থলে দেখিনি ও জানিও না। ছোট বাচ্চাকে কেউ পিটান দেয়নি। তবে বাচ্চা মারা গেছে কিনা তাও আমরা জানি না। কাঠালিয়ার থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest