ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
পরিমল চন্দ্র বসুনিয়া(হাতিবান্ধা উপজেলা)প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় এক পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অটোভ্যানের আনোয়ার হোসেন (২৭) নামে এক যাত্রী মৃত্যু হয়েছে। আজ (৩ফ্রেবুয়ারি) সোমবার সকালে বড়খাতা এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের ওমর আলীর ছেলে বলে জানা গেছে । প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার হোসেন অটোভ্যানে করে বড়খাতা বাজারের দিকে যাচ্ছিলেন।রাস্তার সাথে বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক তার পিছনে দিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সেই সাথে তার শিশু সন্তান গুরুতর আহত হয়। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উক্ত ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST