কলাপাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।।

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

কলাপাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।।

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালীর কলাপাড়ায় দুই মাদক ব্যবসায়ীকে ২০০ পিচ ইয়াবাসহ পটুয়াখালী ডিবি পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খোকন গাজী (৪৫) চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামের মৃত সেকান্দার গাজীর ছেলে ও রুবেল প্যাদা (৩০) টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের বাচ্চু প্যাদার ছেলে। পটুয়াখালী ডিবি পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রাম থেকে ২০০ পিচ ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেন। এছাড়া খোকন গাজির বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest