নওগাঁর মান্দায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৭

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

নওগাঁর মান্দায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৭
মোঃ ফিরোজ হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি :-  নওগাঁর মান্দায় শিয়ালের কামড়ে পাঁচ নারীসহ সাতজন আহত হয়েছেন। সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, গোপালপুর গ্রামের মকবুল হোসেন (৫০), জহুরা বিবি (৭০), রফিজান বিবি (৪০), মঞ্জুরী বিবি (৩৮), ফিরোজা বিবি (৫৫) ও ভোলাম গ্রামের জাহান মৃধার স্ত্রী রোকেয়া বিবি (২৬)। অন্য একজনের পরিচয় জানা যায়নি। আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে হঠাৎ করেই ৪-৫টি শিয়াল গ্রামের ভেতর প্রবেশ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই শিয়ালের দল গ্রামবাসির ওপর আক্রমণ শুরু করে। যারা বাধা দেয়ার চেষ্টা করেছেন তারা সকলেই আক্রমণের শিকার হয়েছেন। ভয়ে গ্রামের লোকজন বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে শিয়ালের দলটি এলাকা ছেড়ে চলে যায়। শেয়ালের কামড়ে আক্রান্ত জহুরা বিবি জানান, বাড়ির উঠানে কাজ করছিলাম। এ সময় শিয়ালের দলটি তাকে আক্রমণ করে। শিয়ালের আক্রমণ থেকে জহুরাকে বাঁচাতে অন্যরা এগিয়ে এলে তারাও আক্রমণের শিকার হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন। তিনি বলেন, হঠাৎ করে একদল শিয়ালের আক্রমণে গ্রামবাসী দিশেহারা হয়ে পড়েন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলেও জানান তিনি।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest