হিলিতে ব্লাকবাটিক ও ট্রেইলারিং প্রশিক্ষনপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও চেক বিতরণ

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

হিলিতে ব্লাকবাটিক ও ট্রেইলারিং প্রশিক্ষনপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও চেক বিতরণ

 মোঃ লুৎফর রহমান হিলি প্রতিনিধি :- দিনাজপুরের হিলিতে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বি করে গড়ে তুলতে মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক বাস্তবায়িত তিন মাস ব্যাপী বøকবাটিক ও ট্রেইলারিং প্রশিক্ষন শেষে প্রশিক্ষনপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও চেক বিতরণ করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার দুপুরে হাকিমপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার ৫০জন প্রশিক্ষনপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও চেক বিতরন করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পারুল নাহার, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করসহ অনেকে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest