ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার সংকট নিরসনে ৮ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করেছে। ৫ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খানসামা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স কার্যালয়ের সামনে প্রকৃত ভূমিহীনদের মাঝে খাসজমি বরাদ্দ, আত্রাই নদীতে পেশাদার জেলে সম্প্রদায়ের অবাধে মাছ ধরার অধিকার নিশ্চিতকরণ, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির দৈনিক মজুরি বৃদ্ধি ও অনিয়ম-দূর্ণীতি বন্ধ, দশ টাকা কেজি চালের বরাদ্দ বাড়ানো, খোদ কৃষকের কাছ থেকে সরাসরিভাবে সরকারি রেটে ধান ক্রয়, গ্রাম-শহরের নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন হাট-বাজারে ইজারা আওতামুক্ত রাখা, সন্ত্রাস- হত্যা-ধর্ষণ-মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গরীব মানুষদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক অধ্যাপক বদিউজ্জামান বাদল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খানসামা উপজেলা শাখার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কমিউনিস্ট নেতা কমরেড এস এম চন্দন, ক্ষেতমজুর সমিতির খানসামা উপজেলা শাখার সভাপতি জান্নাত আলী প্রমুখ। শেষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। বার্তা প্রেরক মোঃ নুরনবী ইসলাম খানসামা, দিনাজপুর।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST