ঢাকা ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো নীলফমারীর কিশোরগঞ্জে গতকাল বৃহস্পতিবার স্থানীয় প্রেসক্লাবের সামনে মাগুড়া শাহ্পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি কর্তৃক প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ম্যানেজিং কমিটি গঠন নিয়ে মাগুড়া শাহ্পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলামের সাথে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহ্ মুরাদ রুবেলের দন্দের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শাহ্ মুরাদ রুবেল প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় শাহ্ মুরাদ রুবেলের বিচারের দাবীতে কিশোরগঞ্জ উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ অংশ গ্রহন করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হেদায়েত হোসেন , এন এম মাহমুদ শরীফ,নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলার শ্রেষ্ঠ শিক্ষক গোলাম মওলা, রউফুল ইসলাম ,রবিউল ইসলাম ,উপজেলা শিক্ষা কমিটির সদস্য কবি আজাহারুল আল আজাদ, এইচ এম আনারুল ইসলাম, কেশবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কেশবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার,কিশোরগঞ্জ কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহেরা দিল আফরোজ প্রমুখ। বক্তরা অবিলম্বে ৭২ ঘন্টার মধ্যে দোষী ব্যক্তি শাহ্ মুরাদ রুবেলকে গ্রেফতারের দাবী জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST