ইবিতে ডিজিটাল লাইব্রেরি একসেস সেন্টারের উদ্বোধন

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

ইবিতে ডিজিটাল লাইব্রেরি একসেস সেন্টারের উদ্বোধন

ইবি প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ ২০২০ এর ডিজিটাল লাইব্রেরি একসেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় লাইব্রেরিতে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন। ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক আতাউল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষধ্যক্ষ অধ্যাপক ড.সেলিম তোহা,ডিজিটাল লাইব্রেরি একসেস সেন্টার অটোমেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.মাহবুবর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক আহসান উল আম্বিয়া প্রমুখ। ডিজিটাল লাইব্রেরিতে সর্বমোট ৫০০০০ বই ডিজিটাল লাইব্রেরির আওতায় এসেছে এবং চলমান। উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, আন্তর্জাতিকীকরণের পথে ইসলামী বিশ্ববিদ্যালয়কে গাল ভরা বুলি হিসেবে দেখতে চাইনা, দেখতে চাই দৃশ্যমান, স্পর্শযোগ্য বাস্তবতা হিসেবে। ডিজিটাল লাইব্রেরি একসেস সেন্টার ও ডাটা সেন্টার আমাদের দৃশ্যমান বাস্তবতা। শিক্ষার্থীদের তিনি লাইব্রেরীমুখী হওয়ার আহ্বান জানান এবং বলেন, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী লাইব্রেরিতে আরো নতুন সুবিধাবাদী সংযোজন করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest