ঢাকা ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
মো: আ: হামিদ টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে জটাবাড়ী পূর্বপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার (৮ ফ্রেব্রুয়ারী) দুপুরে জয়নাল নামে(৫০)এক জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বিবাদী পক্ষ। জানা যায় একই গ্রামের আনছের আলী এবং তার ছেলে মফিজ(৪৫) মিনহাজ (৪০) মিজানুর রহমান (৩৫) জয়নাল আবদীনের জমিতে আইল বাধতে ছিল, তখন জয়নাল তাদেরকে তার জমির ভিতর দিয়ে আইল বাধতে নিষেধ করায় উক্ত বিবাদীগন ক্ষীপ্ত হয়ে জয়নালের উপড় আক্রমন করে লোহার রড, লাঠি সোটা দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে।
তার ডাক চিৎকারে ছেলে মারুফ, মারুফের ভাবী আাখী এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করে এবং মারুফের ভাবীকে টানা হেচড়া করে মাটিতে ফেলে দেয় এ সময় তারগলার স্বর্ণের চেইন বিবাদীগন নিয়ে যায়। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগন দৌড়ে পালিয়ে যায়। পরে আহত অবস্হায় জয়নাল আবদীনকে এলাকার লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর স্বাস্হ কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহত জয়নাল আবেদীন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে তার ছেলে মারুফ বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST