ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
রাকিবুল ইসলাম-দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুর সদরের হাউজিং মোড়ে ট্রাকের ধাক্কায় রাকিব হোসেন (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।নিহত রাকিব চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াল ইউনিয়নের ভাবকি গ্রামের দুলাল হোসেনের একমাত্র ছেলে। রবিবার দুপুর ১২টায় মোটর সাইকেল নিয়ে দিনাজপুর শহরে আসার পথে ঘাতক ট্রাকটি পিছন থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মৃত্যু হয় রাকিবের।ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে ও নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST