ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
এসএম স্বপন,বেনাপোলঃ বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর বাজার এলাকায় কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১২ টার বাহাদুরপুর ইউনিয়নে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, ইন্সপেক্টর (তদন্ত) মেজবাহ উদ্দীন আহমেদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, এসআই (নিঃ) শেখ জাকির হোসেন, বাহাদুরপুর ইউনিয়নের সাঃ সম্পাদক মফিজুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ সহ এলাকার সাধারণ জনতা। উক্ত অনুষ্টানে উপস্থিত জনতার বিভিন্ন সমস্যার কথা শুনে, স্থানীয় মেম্বার, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দের মাধ্যমে সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়। এছাড়াও স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে কমিউনিটি পুলিশিং ফোরামের সহায়তায় মাদকমুক্ত বাহাদুরপুর গড়া, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গীবাদ, সন্ত্রাস রোধ কল্পে প্রয়োজনীয় মত বিনিময় করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST