ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯
শার্শা(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল সীমান্ত থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ নয়ন (২৫ ) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (৬ নভেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক নয়ন নড়াইল জেলার কালিয়া থানার মহেষখোলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST