আবু মুসা স্টাফ রিপোর্টারঃ পুলিশি বাধায় নাটোরে দলীয় কার্যালয় খুলতেই পারেনি বিএনপি নেতৃবৃন্দ।চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সকালে বিএনপি নেতা কর্মিরা নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ প্রধান ফটকে অবস্থান নিয়ে কার্যালয় খুলতে বাধা প্রদান করে।এসময় সেখানে বিএনপির নেতা কর্মিরা জড় হওয়ার চেষ্টা করলে তাদের সড়িয়ে দেয় পুলিশ। পুলিশি বাধায় কর্মসূচী পালন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক।