লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে আলোচনার শীর্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. রাফে খন্দকার শাহানসা। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকমর্ীকে আরো সুসংগঠিত ও দলের কার্যক্রমকে আরো বেগবান করতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আগামী ২২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। এ কাউন্সিলে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী উপজেলা চেয়ারম্যান শাহানসা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল আলম এবং সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী সাংগঠনিক সম্পাদক সদরে আলী খন্দকার, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, দিনাজপুর জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম ও মাসুদ মিয়া। দলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও কাউন্সিলারদের মাঝে সভাপতি প্রার্থী আ. রাফে খন্দকার শাহানসার নাম বেশ শোনা যাচ্ছে। হাট-বাজার কিংবা চায়ের দোকান! সব জায়গাতেই সভাপতি হিসেবে শাহানসার নাম শোনা যাচ্ছে। দীর্ঘদিন থেকে শাহানসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কাউন্সিলারদের মতে এই উপজেলায় আওয়ামী লীগকে সংগঠিত করতে তিনি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে এবং তার মত যোগ্য প্রার্থী আর একটা এই উপজেলায় খুঁজে পাওয়া যাবে না। ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজাম্মান ভুট্টু বলেন, এবারের কাউন্সিলে বআমরা এমন অবিভাবক নির্বাচিত করব, যারা একবারে তৃণমূল থেকে উঠে এসেছে এবং দলের দুর সময়ে পাশে থেকেছে। তার মধ্যে সভাপতি প্রার্থী উপজেলা চেয়ারম্যান শাহানসা পরিশ্রমী একজন নেতা। ঘোড়াঘাট উপজেলায় দলকে সু-সংগঠিত করতে তার অবদান অপরিসীম। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু বলেন, উপজেলা আওয়ামী লীগের কর্ণধার হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহানসার কোন বিকল্প নেই। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। দলের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন।