ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ আটক ১

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ আটক ১
মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গতকাল বুধবার ৫০ বোতল ফেন্সিডিলসহ কোরবান আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক কোরবান আলী (৪০) উপজেলার দৌলতপুর ইউপির বারাইপাড়া গ্রামের মৃত আজিজুল হক এর ছেলে। গতকাল ১৯ শে ফেব্রুয়ারী ভোরে ফুলবাড়ী থানার পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলার দৌলতপুর ইউপির বারাইপাড়া গ্রামে কোরবান আলীর নিজ বাড়ীতে তল্লাসী চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৫০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করেন। এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটক মোঃ কোরবান আলীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest