খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো :- উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরি শেষে কিশোরীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,থানা অফিসার ইনচার্জ এম হারুন অর রশীদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ টি এম নূরল আমিন শাহ্,প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার ও মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযম প্রমূখ। প্রধান অতিথি শহীদ দিবসের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন,আজ শহীদ দিবসের আলোচনা সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিত থাকার কথা থাকলেও উপজেলার সরকারী ডিগ্রী মহাবিদ্যালয়ের কোন শিক্ষার্থী ও কিশোরীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী আজকের আলোচনা সভায় উপস্থিত নেই। এজন্য উপজেলা প্রশাসনকে কঠোরভাবে ব্যবস্থা নেয়ার জন্য তিনি উদাত্ত আহবান জানান। তিনি বলেন,আজ আমরা যারা যুবক থেকে বৃদ্ধ বয়সে এসেছি তাদেরকে ভাষা শহীদদের সম্পর্কে ধারণা দেয়ার কিছু নেই। শহীদ ভাষা সৈনিকদের নিয়ে আলোচনা করতে হবে আজকের তরুন শিক্ষার্থীদের মাঝে। কি কারণে আজ উপজেলা শহরের প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থী নেই সে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের ব্যবস্থা নিতে হবে। তিনি তার বক্তব্যে বলেন,স্বাধীনতার সময়ও বঙ্গবন্ধু,ভাষা আন্দোলনেও বঙ্গবন্ধু, দেশের উন্নয়নেও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আছেন। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার অবদান অনন্য। পরিশেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ সভার সমাপ্তি করেন।