ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
শিহাব মন্ডল,বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্বপ্নের বাংলাদেশের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। স্বপ্নের বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফারুক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। এতে নির্বাহী পরিচালক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম ও নির্বাহী সচিব পদে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন। এছাড়া অতিরিক্ত নির্বাহী পরিচালক হিসেবে উজ্জ্বল চন্দ্র রায়, নাজমুল হক শুভ, যুগ্ম নির্বাহী সচিব হিসেবে শাহরিয়ার সিদ্দিক পরাগ ,বকুল হোসেন, কোষাধ্যক্ষ হিসেবে শামীম আহমেদ, উপকোষাধ্যক্ষ হিসেবে সানজিদা তাসনীম মীম, দপ্তর সচিব হিসেবে মেহেদী হাসান আকন্দ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রসার বিষয়ক পরিচালক হিসেবে এশা শারমিন হক, পাঠাগার বিষয়ক পরিচালক হিসেবে কমল রায়, শিক্ষা উন্নয়ন ও দেশপ্রেম জাগ্রতকরণ বিষয়ক পরিচালক হিসেবে মিঠু খন্দকার, জনসচেতনতা বৃদ্ধি ও জাতীয় নীতি বিষয়ক পরিচালক হিসেবে সাদেকুল হাসান সুজন, প্রশিক্ষণ বিষয়ক পরিচালক হিসেবে বায়জীদ আহমেদ রনি, কর্মসংস্থান বিষয়ক পরিচালক হিসেবে নাজমুল হোসেন, আইসিটি বিষয়ক পরিচালক হিসেবে এমরান চৌধুরী আকাশ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক পরিচালক হিসেবে মাহমুদুল হাসান মুকুল ও ক্রীড়া বিষয়ক পরিচালক হিসেবে রাহগির আল মাহি নির্বাচিত হয়েছেন। কমিটিতে কার্যকরী অন্য সদস্যরা হলেন- অপূর্ব দত্ত, জুনায়েদ রিয়াদ, মিজানুর রহমান, আল আমিন, ফয়জুর রহমান, শামীম হাসান, আব্দুল খালেক, আতিকুর রহমান আতিক, এনামুল হক, মেহেদী হাসান, ইব্রাহিম ইসলাম, মুতাসিম বিল্লাহ, সেলিম আহমেদ, শামীম কবির, ইয়ামিন হোসেন, রওশন আপন, লিমন, আদনান, মিজান, সুদীপ্ত।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST