ঘোড়াঘাটে র‍্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

ঘোড়াঘাটে র‍্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :- দিনাজপুরের ঘোড়াঘাটে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৫১৮ বোতল ফেন্সিডিলি সহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। র‍্যাব জানায়, গতকাল (২৬ ফেব্রুয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের নওরীন ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায় র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এ সময় টাইলস বহনকারী একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-ট ২০-৫৮১৯) তল্লাশী চালিয়ে লুকায়িত অবস্থায় আমদানী নিষিদ্ধ ৫১৮ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের ৬১৫০ টাকা জব্দ করে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুরের বিরামপুর উপজেলার খোশাদপুর গ্রামের সামসুদ্দীন মন্ডলের ছেলে সুলতান মন্ডল (৩৮) ও একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ইমরান আলী (২৫)। র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি মুন্না বিশ্বাস জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ (২৭ ফেব্রুয়ারী) ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest