ঠাকুরগাঁওয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

ঠাকুরগাঁওয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হল প্রঙ্গন থেকে একটি র‌্যালি বেড় হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো আগের স্থানে এসে শেষ হয়। এসময় পতাকা উত্তোলন ও পায়ড়া উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড.নিমচন্দ্র ভৌমিক। পরে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড রানা দাশ গুপ্ত,জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম,পুলিশ সুপার মনিরুজ্জামান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা.সাদেক কুরাইশী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পূজা উ;যাপন কমিটির সভাপতি এ্যাড অরুনাংশু দত্ত টিটো,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষষ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ্যাড.বলরাম গুহ ঠাকুরতা সহ অন্যান্যরা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য সচিব দীপক কুমার রায়

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest