চলতি ইরি-বোরো মওসুমে ধান ক্ষেতে পোকা দমনে রাজগঞ্জে পার্চিং উৎসব

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

চলতি ইরি-বোরো মওসুমে ধান ক্ষেতে পোকা দমনে রাজগঞ্জে পার্চিং উৎসব
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর) :-  যশোরের রাজগঞ্জে চলতি ইরি-বোরো মওসুমে ধান ক্ষেতে পোকা দমনে গাছের ডাল পুতে পার্চিং উৎস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজগঞ্জের মোবারকপুর শশ্মান মোড়র মাঠে এ পার্চিং উৎসবের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার। এ সময় উপসহকারি উদ্ভ্ভিদ সংরক্ষণ অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, চালুয়াহাটি ইউনিয়ন উপ-সহকারি কৃষি অফিসার এস.এম মারুফুল হক, মোঃ এস.এম হাবিবুর রহমান, মশ্বিমনগর ইউনিয়ন উপ সহকারি কৃষি অফিসার মোঃ হাসানুজ্জামান, ঝাঁপা ইউনিয়ন উপসহকারি কৃষি অফিসার ভগীরত সরকারসহ পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জ এলাকার উপসহকারি কৃফিসারবৃন্দ ও এলাকার ৫৫ জন কৃষক উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার বলেন, জমিতে পার্চিং করলে পাখি সহজেই ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে ধ্বংস করে। পোকা বংশ বিস্তার করেত পারে না।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest