নবাবগঞ্জে ‘ফল আর্মি ওয়ার্ম ’ নির্ণয়ে ভুট্টাক্ষেতে সেক্স ফেরোমন ফাঁদ

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২০

নবাবগঞ্জে ‘ফল আর্মি ওয়ার্ম ’ নির্ণয়ে ভুট্টাক্ষেতে সেক্স ফেরোমন ফাঁদ
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধি :- দিনাজপুরেরর নবাবগঞ্জে কৃষি অফিসের উদ্যাগে ‘ফল আর্মি ওয়ার্ম নামক ফসল খোকো বিধ্বংসী কাটুই পোকার প্রতিরোধ ও পোকা নির্ণয়ে উপজেলার অধিকাংশ ভুট্টার মাঠে স্থাপন করা হয়েছে সেক্স ফেরোমন ফাঁদ। কৃষি অফিস থেকে জানা গেছে- দেশের বিভিন্ন স্থানে ভুট্টার ফসলে ‘ফল আর্মি ওয়ার্ম ’ পোকার আক্রমন দেখা দিয়েছে। এ উপজেলাতেও এ পোকার স্বল্প আকারে উপস্থিতি পাওয়া গেছে। ফলে উপজেলার উপ-সহকারী কর্মকর্তাদের এ বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়েছে এবং তারা মাঠ পর্যায়ে পোকার আক্রমন থেকে রক্ষায় কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। সেই সঙ্গে উপজেলার ১২০ স্থানে ‘ফল আর্মি ওয়ার্ম’ পোকা সনাক্ত ও প্রতিরোধ কল্পে সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন করা হয়েছে। উপজেলা উপ-সহকারী কৃষিকর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম জানান চলতি রবি মৌসুমে ভুট্টা চাষে উপজেলায় ৫ হাজার ২শ ৬০ মেঃ ট্রাঃ টন লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে । আবহাওয়া অনুকুলে থাকলে লক্ষমাত্রার বেশি অর্জিত হবে। আর্মি ওয়ার্ম ’ পোকার আক্রমন ঠেকাতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা জোরালো ভাবে কাজ করছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest