নবাবগঞ্জে আমের মুকুলে স্বপ্ন বুনছে বাগান মালিক ব্যবসায়ীরা

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২০

নবাবগঞ্জে আমের মুকুলে স্বপ্ন বুনছে বাগান মালিক ব্যবসায়ীরা

মোঃ আরিফুজ্জামান জনি নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে থোকা থোকা মুকুলেরভারে ঝুলে পড়েছে আম গাছের ডালপালা। সোনালি হলুদ রঙের আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ। মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসেছে মনের আনন্দে। এমন দৃশ্যের দেখা মিলেছে উপজেলার আম বাগান গুলোতে। দৃশ্যটি যে কাউকেই কাছে টানবে । আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বাগান মালিক ও ব্যবসায়ীরা ভালো ফলনের স্বপ্ন বুনছেন। উপজেলার সবচেয়ে বেশি আমের মুকুল দেখা যাচ্ছে জয়পুর, মাহমুদপুর, কুশদহ, বিনোদনগর, গোলাপগঞ্জ এলাকার গাছগুলোতে। বাগান মালিকরা আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলার কুশদহ আফতাবগঞ্জের আম বাগান মালিক তাজওয়ার মোহাম্মাদ ফাহিম নাইন্টি বলেন ,বাগানের অধিকাংশ গাছে এরইমধ্যে মুকুলে ছেয়ে গেছে। আবহাওয়া অনুকুলে থাকায় মুকুল ভালোভাবে প্রস্ফুটিত হয়েছে। ভালো ফলনের সম্ভাবনা রয়েছে । উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম জানান- উপজেলায় বসত বাড়ীসহ ৮০৫হেক্টর জমিতে আম বাগান রয়েছে। চলতি মৌসুমে ২৪ হাজার ১৫০মেঃ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হবে । মোঃ আরিফুজ্জামান জনি


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest