মোংলা বন্দরে করোনা ভাইরাস সন্দেহে ৩ নাবিক পর্যবেক্ষনে

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২০

মোংলা বন্দরে করোনা ভাইরাস সন্দেহে ৩ নাবিক পর্যবেক্ষনে

মোঃ সাগর মল্লিক, বাগেরহাট সংবাদদাতাঃ মোংলা বন্দরে করোনা ভাইরাস সন্দেহে আগত একটি বানিজ্যিক জাহাজের সকল কার্যক্রম বন্ধ রাখতে বলেছে বন্দর কর্তৃপক্ষ। ওই জাহাজের নাবিক ৩ ফিলিপাইনের নাগরিককে জাহাজের অভ্যন্তরে ওই নাবিকদের কক্ষে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। জানাযায়, ২৪ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে ‘ বুধবার রাতে চট্টগ্রাম হয়ে বিদেশী জাহাজ ‘এমভি সেরেনি টাস-এন’ মোংলা বন্দরের হারবারিয়ায় নোঙ্গর করে। নিয়ম অনুযায়ী রাতেই করোনা সনাক্ত মেডিকেল টিম জাহাজটিতে প্রবেশ করে। এসময় মেডিকেল টিম ৩ ফিলিপাইন নাবিকের শরীরে ১শ ডিগ্রীর উপরে তাপমাত্রা সনাক্ত করে। জাহাজটির মোংলা বন্দরের স্টিভেটরস গ্রীন এন্টার প্রাইজের সুপারভাইজার মো. মাহফুজুর রহমান বলেন‘ রাতে করোনা ভাইরাস সনাক্তকারী মেডিকেল অফিসার জাহাজে প্রবেশ করে পরীক্ষা নিরিক্ষা করেন। তিন নাবিককে আইসোলেশন ইউনিটে রাখতে বলেন। বৃহস্পতিবার সকালে পুনরায় মেডিকেল টিম ওই জাহাজে প্রবেশ করে তাদের শরীরে তাপমাত্রা পরিমাপে দেখা যায় তাদের শরীরে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। মোংলা পোর্ট হেলথ অফিসার সুফিয়া খাতুন বলেন, বুধবার রাতে ‘এমভি সেরেনি টাস-এন’ জাহাজ বন্দরে আসলে আমরা করোনা ভাইরাস সনাক্তে জাহাজে প্রবেশ করি। জাহাজে থাকা নাবিকদের পরীক্ষা নিরিক্ষা করে তিনজন নাবিকের শরীরে ১‘শ ডিগ্রির উপরে তাপমাত্রা পাওয়া যায়। আমরা ওই নাবিকদেরকে নিজ নিজ কক্ষে অবস্থান করতে বলি। পুনরায় বৃহস্পতিবার সকালে আবার জাহাজে তাদেরকে পরীক্ষা করে দেখা যায় দুই জনের শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়েছে। অন্য জনের শরীরে কিছুটা জ¦র রয়েছে। তারপরও তাদেরকে নিজ নিজ কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। জাহাজের মালামাল ওঠা নামা ও জাহাজের কোন নাবিক ও ক্রুকে জাহাজের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest