ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২০
মোঃ আরিফুজ্জামান জনি নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে নিয়ে সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরন অর্থাৎ খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১২মার্চ) থেকে খোলা বাজারে আনুষ্ঠানিক ভাবে চাল বিক্রি শুরু হয়েছে। অতি দরিদ্র পরিবারের কার্ডধারী ব্যক্তিদের মাঝে প্রতি কেজি ১০টাকা দরে ৩০কেজি করে চাল বিক্রি করা হচ্ছে। এতে করে স্বস্তি ফিরে এসেছে অতিদ্ররিদ্র ও খেটে খাওয়া মানুষদের মাঝে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে বছরের বড় দুটি মৌসুম ইরি-বোরো ও রোপা-আমন ধান চাষের সময় চাল বাজার অস্তির হয়ে ওঠে। তাই দিনমজুর ও খেটে খাওয়া গরীব মানুষদের পক্ষে বেশি দামে বাজার থেকে চাল কিনে খাওয়া খুবই কষ্ট্যসাধ্য হয়ে পড়ে। চালের বাজার ঠিকঠাক রাখা ও অতিদরিদ্রদের বাঁচানোর লক্ষ্যে সরকার বছরের মার্চ-এপ্রিল ও সেপ্টেম্বর-নভেম্বর মাসে এ কর্মসূচির আওতায় অতি দরিদ্র পরিবারের কার্ডধারী ব্যক্তিদের মাঝে প্রতি কেজি ১০টাকা দরে ৩০কেজি করে চাল বিক্রয় করছেন। ।
এই কর্মসূচী চলাকালিন সময়ে সপ্তাহের সোম, বুধ ও বৃহস্পতিবার ডিলারদের নির্দিষ্ট কেন্দ্র থেকে এই চাল পাওয়া যাবে। এদিকে ডিলারের দোকানগুলোতে চাল কিনতে অতিদরিদ্র মানুষদের উপড়ে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান জানান ইউনিয়ন পর্যায়ে হত দরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যে ফেয়ার প্রাইজ কার্ডের মাধ্যমে ওই চাল বিক্রি করা হচ্ছে। উপজেলার ৯টি ইউনিয়নে ১১ হাজার ৩১ জন উপকারভোগী ওই সুবিধা ভোগ করবে। ওই চাল বিক্রির জন্য প্রতি ইউনিয়নে ২ জন করে ডিলার নিয়োগ দেয়া হয়েছে। ওই সব ডিলারদের নিকট থেকে সুবিধা ভোগিরা প্রতি মাসের জন্য প্রতি জন ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবে। এ সুবিধা উপকারভোগীরা আগামী এপ্রিল মাস পর্যন্ত ভোগ করতে পারবে। উপজেলার বিনোদনগর ইউনিয়নের অনেকেই বলেন শেখ হাসিনার দেওয়া ১০টাকা কেজি দামে চাল পেয়ে আমরা খুবই খুশি ও আনন্দিত। কারণ চালের গুনগত মান ভালো হওয়াই পরিবারের সকল সদস্যদের নিয়ে দু-বেলা দু-মুঠো ভাত খেতে পারছি। কারণ ধান চাষের এই সময়ে অধিকাংশ গরীব ও দিনমজুরদের কাজ থাকে না সেই সঙ্গে হাতে তেমন টাকাও থাকে না। এই চাল পাওয়াই আমরা খুবই উপকৃত হচ্ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST