লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের ঘোড়াঘাটে চাঁদা না দেওয়ায় রাস্তার কাজে বাধা প্রদান ও ৩ জন শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় কয়েকজন লোক। জানা যায়, আজ রবিবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পে কাজ করছিল কয়েকজন শ্রমিক। হঠাৎ করে স্থানীয় আসলাম আলী ও তার লোকজন রাস্তার কাজে বাধা প্রদান করে এবং রড, লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় তিনজন শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অন্য শ্রমিকরা আহত শ্রমিকরা হলো, আব্বাস আলী (৪৩), শাহাদত হোসেন (২৩) ও রাসেল মিয়া (২৪)। ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্সের স্টোর কিপার বলেন, কয়েকদিন আগে আসলাম আলী ও তার লোকজন তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় আজকে হঠাৎ করে তারা আমাদের শ্রমিকদের উপরে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং রাস্তার কাজে বাধা প্রদান করে। আমরা থানায় এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছি।